সালমানের ইনস্টাগ্রামে হিন্দু-মুসলিম সম্প্রীতির ছবি

মহামারী করোনানাভাইরাসকে আটকাতে ভারতজুড়ে চলছে লকডাউন। মাস্ক, সাবান-স্যানিটাইজারে হাত ধোয়া এবং সোশ্যাল ডিসটেন্সিং বা সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সেই মতোই দেশ ও দেশবাসী চেষ্টা করছে করোনার বিরুদ্ধে একাট্টা হয়ে লড়াইয়ের। ঠিক সেই মুহূর্তে সম্প্রীতির বার্তা দিলেন বলিউডের ভাইজান সালমান খান।
ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন এই অভিনেতা। যেখানে দেখা যাচ্ছে, আবাসনের দুটি ফ্লোরে দুই ব্যক্তি প্রার্থনায় মগ্ন রয়েছেন। একজন নামাজ পড়ার পরে আল্লাহর কাছে মোনাজাত করছেন, অন্যদিন তাদের ঈশ্বরকে ডাকছেন। হ্যাশট্যাগে ইন্ডিয়া ফাইটস করোনা রেখে সালমান খান সেই ছবিতে লিখেছেন, ‘উদাহরণ তৈরি করছেন।’
কিছুদিন আগেই সালমান আরও একবার শেয়ার করেছিলেন একটি শূন্য মসজিদ ও একটি বন্ধ কবরখানার ছবি। সেবারও সম্প্রীতির বার্তা দিয়েছিলেন অভিনেত্। সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছিল সেই ছবি। এবারের ছবিটিও মুহূর্তে মন জয় করেছে ভাইজানের ভক্তদের। নেটদুনিয়ায় ভাইরাল সালমানের সেই পোস্ট।
করোনাভাইরাসের জেরে ২১ দিনের লকডাউন ঘোষণার কয়েকদিন আগেই সপরিবারে দিল্লির পানভেল ফার্মহাউজে গিয়েছিলেন সালমান খান। বাবা সেলিম খান ও ভাই সোহেল খান বাদে পরিবারের বেশিরভাগ সদস্যই আপাতত সেখানেই আটকে রয়েছেন। সেখানেই নিজের সদ্য খুঁজে পাওয়া ভালোবাসার সঙ্গে সময় কাটাতে ব্যস্ত বলিউডের ভাইজান।
ঢাকাটাইমস/১৬এপ্রিল/এইচ

মন্তব্য করুন