বরগুনা জেলা লকডাউন

বরগুনা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ১৮ এপ্রিল ২০২০, ২১:১২ | প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২০, ২০:৪২

করোনা সংক্রমণ রোধে বরগুনা জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলায় নতুন চার করোনা রোগী শনাক্তের পর শনিবার দুপুর ১২ টায় এ ঘোষণা দেওয়া হয়। জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন চার জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা মোট নয় জন। এর মধ্যে মৃত্যু হয়েছে দুই জনের। সংক্রমণ ঠেকাতে পুরো জেলা লকডাউন করা হয়েছে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য, কাঁচাবাজার, ওষুধের দোকান, সংবাদপত্র এবং সাংবাদিকরা এ লকডাউনের আওতায় পড়বেন না। এদিকে নতুন করে আক্রান্তদের সংস্পর্শে যারা ছিলেন তাদের খুঁজে বের করে কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, জেলার সকল প্রবেশ পথে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এক উপজেলা থেকে অন্য উপজেলায় যাতায়াতের নদীপথগুলোতেও নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছে।

ঢাকাটাইমস/১৮এপ্রিল/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :