রাজশাহীতে আরও চারজনের করোনা শনাক্ত

ব্যুরো প্রধান, রাজশাহী
 | প্রকাশিত : ২৯ এপ্রিল ২০২০, ০০:১৭

রাজশাহী জেলায় আরও চারজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার (২৮ এপ্রিল) তাদের করোনা শনাক্ত হয়।

মঙ্গলবার রাতে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি এই কোভিড-১৯ রোগীদের সম্পর্কে কিছু জানাতে চাননি। তাদের বাড়ি কোথায় সেটাও জানাননি।

তিনি বলেন, ‘আমি শুনলাম ঢাকায় পরীক্ষায় রাজশাহীর চারজনের করোনা শনাক্ত হয়েছে। বিষয়টি সিভিল সার্জনকেও জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারবেন।’

কথা বলতে জেলার সিভিল সার্জন ডা. এনামুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। তবে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে চারজনের ঠিকানা পাওয়া গেছে। এদের মধ্যে একজনের বাড়ি তানোর উপজেলার হাঁপানিয়া গ্রামে। অন্য দুজনের বাড়ি মোহনপুর উপজেলার তসোপাড়া ও হরিদাগাছি গ্রামে। অপরজন পবা উপজেলার এক স্বাস্থ্যকর্মী।

রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) করোনা ল্যাব সূত্রে জানা গেছে, এখানে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষার ব্যবস্থা আছে। কিন্তু অতিরিক্ত নমুনা এলে সেগুলো ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার রামেকের ল্যাবে ৯৪টি নমুনায় পরীক্ষা করতে দেয়া হয়। তবে ফলাফল এসেছে ৭৬টির। বাকি ১৮টি নমুনার গুণাগুণ নষ্ট হয়ে যাওয়ায় কোনো ফলাফল আসেনি। ফলাফল পাওয়া ৭৬টির মধ্যে ৭৫টিই নেগেটিভ। শুধু নওগাঁর সাপাহার উপজেলার এক ব্যক্তির করোনা পজিটিভ ফলাফল এসেছে।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হয়। গত ২০ এপ্রিল পর্যন্ত মোট আটজন করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়। ২৬ এপ্রিল সন্ধ্যায় আরও একজন বৃদ্ধের করোনা শনাক্ত হয়। আর এ দিনই সকালে রাজশাহীর সংক্রমক ব্যাধি (আইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সী এক করোনা রোগী মারা যায়। জেলায় এখন করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ১২ জন।

এ পর্যন্ত যারা শনাক্ত হয়েছেন তাদের সবার বাড়ি বিভিন্ন উপজেলায়। রাজশাহী মহানগরীতে করোনা আক্রান্ত কেউ শনাক্ত হননি।

(ঢাকাটাইমস/২৯এপ্রিল/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

তাপদাহ: দিনাজপুরে নাবি টমেটোর বাম্পার ফলনেও কৃষকের মাথায় হাত

এক পাগলা কুকুরের কামড়ে শিশুসহ ২২ জন আহত, হাসপাতালে নেই ভ্যাকসিন

বাউফলে জেলেদের ভিজিএফের ৬ মেট্রিক টন চাল আত্মসাতের অভিযোগ

দেশের আলোচিত কিশোরী ইয়াসমিনের মা শরিফা বেগমের অস্বাভাবিক মৃত্যু!

তরুণীর প্রেমের জাল, ডিবি ও সাংবাদিক পরিচয়ে সর্বস্ব লুট: গ্রেপ্তার ৭

কৃষি ব্যাংকের সঙ্গে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণের সিদ্ধান্ত বাতিল দাবি

সুন্দরবনের গহিন অরণ্যে আগুন

লিবিয়ায় সালথার কলেজ শিক্ষার্থীর ওপর নির্যাতনের ঘটনায় দালালের স্ত্রী গ্রেপ্তার

শিবালয়ে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর দ্বন্দ্বে উত্তপ্ত ভোটের মাঠ

কোম্পানীগঞ্জে চেয়ারম্যান পদে চার প্রার্থী, আলোচনায় ওবায়দুল কাদেরের ভাই

এই বিভাগের সব খবর

শিরোনাম :