কৃষক থেকে সবজি সংগ্রহ করছেন জিএস রাব্বানী

মহামারি করোনাভাইরাসের কারণে কৃষকের উৎপাদিত ফসল ও শাক-সবজি বিক্রি করতে পারছেন না। পাচ্ছেন না ন্যায্য মূল্য। এমন অবস্থায় ফসলের মাঠে যেয়ে কৃষকের কাছ থেকে শাক সবজি কিনে নিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
ডাকসু জিএস রাব্বানী তার ফেসবুক পোষ্টে লিখেছেন- আজ সারাদিন ধামরাই উপজেলার রোয়াইল ইউনিয়নের চর সুঙ্গর এলাকায় সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্য নিশ্চিতপূর্বক প্রায় ১৫০০ কেজি শাক-সবজি সংগ্রহ করেছি যা আগামীকাল সকাল থেকে বিতরণ করা হবে।
এই দুর্যোগকালীন সময়ে ট্রান্সপোর্ট সমস্যা, ক্রেতা কম থাকায় এবং মধ্যসত্ত্বভোগীদের দৌরাত্ম্যে চাষীরা ন্যায্যমূল্য পাচ্ছে না। দেশের অনেক স্থানে সময়মত বিক্রি করতে না পারায় অনেক শাক-সবজি পচে যাচ্ছে, কৃষকরা বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
সারাদেশে যারা ত্রান-সাহায্য বা ভালোবাসার উপহার দিচ্ছেন, তারা চাল-ডালের পাশাপাশি টাটকা শাকসবজিও দিতে পারেন আর এসব সবজি বাজার থেকে না কিনে, সরাসরি নিজ নিজ এলাকার প্রান্তিক কৃষকের কাছ থেকে কিনুন।
এতে যাদের উপহার দেবেন, তারা যেমন ফরমালিনমুক্ত টাটকা শাকসবজি পাবে, আবার চলমান সংকটে কৃষক ভাইরাও বেশ উপকৃত হবে।
ঢাকাটাইমস/২৯এপ্রিল/এসকেএস

মন্তব্য করুন