করোনাকালে প্রধানমন্ত্রীর অনুদান পেল কওমি মাদ্রাসা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২০, ১৮:৫৫
অ- অ+
কওমি স্বীকৃতি ঘোষণার অনুষ্ঠানে গণভবনে প্রধানমন্ত্রী ও আল্লামা শাহ আহমদ শফী (ফাইল ছবি)

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রভাবে সংকটে আছেন প্রতিটি সেক্টরের মানুষ। কওমি মাদ্রাসা সংশ্লিষ্টরাও এর ব্যতিক্রম নয়। এবার তাদের সহযোগিতায় এগিয়ে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী পবিত্র রমজান উপলক্ষে দেশের ছয় হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে আট কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী কার্যালয়ের একটি সূত্র জানায়, এই অর্থ ইতিমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩টি, রাজশাহী বিভাগে ৭০৪টি, খুলনা বিভাগে এক হাজার ১১টি, বরিশাল বিভাগে ৪০২টি, ময়মনসিংহ বিভাগে ৩৯৭টি, ঢাকা বিভাগে এক হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৪৮১টি এবং সিলেট বিভাগে ৪৮১টি মাদ্রাসা রয়েছে।

এদিকে সরকারি অনুদান গ্রহণ করা হবে কি না এটা নিয়ে কওমি মাদ্রাসা কর্তৃপক্ষের মধ্যে দেখা দিয়েছে মতভিন্নতা। ইতিমধ্যে ৭১ জন আলেম বিবৃতি দিয়ে এই অনুদান গ্রহণ না করার পক্ষে তাদের মত দিয়েছেন। তবে সরকারঘনিষ্ঠ একটি পক্ষ এই অনুদান পাওয়ার জন্য উচ্চ মহলের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ করে বলে জানা গেছে।

দেশের ২০ হাজারের বেশি কওমি মাদ্রাসা সাধারণত সরকারি অনুদান গ্রহণ করে না। জনসাধারণের সহযোগিতায় চলে আসছে যুগ যুগ ধরে। তবে ২০১৭ সালে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদের সরকারি স্বীকৃতি দিয়েছে সরকার। এরজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতীয়ভাবে সংবর্ধনাও দিয়েছে কওমি কর্তৃপক্ষ।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
ব্যাটারি চালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা