আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞ নীতু, কেন?

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ০৬ মে ২০২০, ১০:২৩
অ- অ+
ছবির ডানে প্রয়াত অভিনেতা ঋষি কাপুর এবং তার স্ত্রী নীতু কাপুর। বামপাশে ধনকুবের মুকেশ আম্বানি ও তার স্ত্রী নীতা আম্বানি

মৃত্যুর আগে অসুস্থ হয়ে মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালের ভর্তি ছিলেন বলিউডের কিংবিদন্তি অভিনেতা ঋষি কাপুর। শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই হাসপাতালেরই বিছানায়। অভিনেতার মৃত্যুশোক খানিকটা সামলে সেই হাসপাতালের সকল চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ঋষির স্ত্রী নীতু কাপুর। পাশাপাশি তিনি ভারতের সবচেয়ে ধনি আম্বানি পরিবারের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

মৃত্যুর সময় ঋষি কাপুর যেখানে ভর্তি ছিলেন সেই এইচএন রিলায়েন্স হাসপাতালের মালিকানা এই আম্বানি পরিবারের। সম্প্রতি মুকেশ আম্বানি এবং নীতা আম্বানির সঙ্গে তার ও ঋষি কাপুরের তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে নীতু লিখেছেন, ‘পরিবার হিসেবে গত দুই বছর আমাদের জন্য এক দীর্ঘ সফর ছিল। সেই সফরে যেমন ভালোদিন এসেছে, তেমন কিছু খারাপ দিনের মধ্যে দিয়েও গিয়েছি। তবে প্রতি মুহূর্তেই জড়িয়ে ছিল হাই ইমোশন।’

‘কিন্তু এই সফর আমরা কখনও পেরিয়ে আসতে পারতাম না, যদি আম্বানি পরিবারের অকুন্ঠ ভালোবাসা আর সহযোগিতা না পেতাম। গত সাত মাসে এই পরিবারের প্রত্যেক সদস্য সাধ্যের বাইরে গিয়ে আমাদের প্রিয় ঋষির খেয়াল রেখেছেন। ও যাতে কষ্ট না পায় তার সব রকম চেষ্টা ওরা করেছেন। ঋষির চিকিৎসার দিকে যেমন ছিল সজাগ দৃষ্টি, তেমনই মাঝেমধ্যেই নিজেরা হাসপাতালে পৌঁছে যেতেন ওর সঙ্গে কথা বলতে। আমরা যখন খুব ভয় পেতাম, পাশে এসে হাত ধরে দাঁড়িয়ে থাকতেন।’

নীতু লিখেন, ‘এই দীর্ঘ ও কঠিন সময়ে আম্বানি পরিবারের সবাই যেন আমাদের ‘গার্ডিয়ান এঞ্জেল’ হয়ে উঠেছিলেন। আপনাদের জন্য আমাদের মনে যে ভালোবাসা ও কৃতজ্ঞতা আছে তা ভাষায় প্রকাশ করা যাবে না। মনের গভীর থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। নীতু, ঋধিমা, রণবীর এবং পুরো কাপুর পরিবার আপনাদের কাছে আজীবন কৃতজ্ঞ থাকবে।’

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ৬৭ বছর বয়সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অভিনেতা ঋষি কাপুর। দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে ভুগছিলেন। প্রায় এক বছর আমেরিকায় চিকিৎসাও করিয়েছেন। গত বছরের নভেম্বরে তিনি দেশে ফিরেছিলেন। সম্প্রতি লকডাউন চলাকালীনই মুম্বাইয়ে একটি ছবির শুটিং করার সময় তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর দুদিন পরেই তিনি মারা যান।

ঢাকাটাইমস/০৬মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের পুশইন ও পানি আগ্রাসনের ব‍্যাপারে সোচ্চার ও সতর্ক থাকতে হবে: মঞ্জু
সেন্টমার্টিনে কোস্ট গার্ডের ৭ দিনব্যাপী সেবামূলক কর্মসূচি
সুনামগঞ্জে বজ্রপাতে দুই শ্রমিকের মৃত্যু
বনানীর সিগনেচার ও হেজ সিসা লাউঞ্জে অভিযান, তালাবদ্ধ অন্ধকার রুমে তরুণীদের সঙ্গে ছিল বিদেশিরাও!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা