গরুর ধান খাওয়া নিয়ে সংঘর্ষে যুবক নিহত

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২০, ০৯:৩৮

সিলেটের ওসমানীনগরে আধিপত্য বিস্তারের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বুধবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের ঈশাগ্রাই গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার ওসি রাশেদ মোবারক।

নিহত যুবকের নাম শিপন আহমদ। ২৪ বছর বয়সী শিপন ঈশ্রাগ্রাই গ্রামের আশিক মিয়া ছেলে।

ওসি রাশেদ জানান, আধিপত্য বিস্তার নিয়ে পশ্চিম পৈলনপুর ইউপির ৪নং ওয়ার্ডের সদস্য ঈশাগ্রাই জয়নুল হক ধন মিয়ার সাথে একই গ্রামের নিহত শিপনের পিতা আশিক আলীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে এলাকায় সালিশ বৈঠকও হয়েছে।

বুধবার বিকালে জয়নুল হক ধন মিয়ার পক্ষের এলাইচ মিয়ার সাথে আশিক মিয়ার পক্ষের ছোরাব মিয়ার গরুর ধান খাওয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।

এ সময় গুরুতর আহত হন শিপন আহমদ। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার মৃত্যু হয়।

সংঘর্ষে আহত হন ঈশাগ্রাই গ্রামের আশিক আলী, রিপন আহমদ, আব্দুল হক, আব্দুস সালাম, আনহার মিয়া, নজির মিয়াসহ অন্তত ১৫ জন। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পুলিশ নয়জনকে আটক করেছে বলে জানান ওসি রাশেদ মোবারক।

ঢাকাটাইমস/৭মে/এমএ/এমআর

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :