কৃষকের জমির ধান কেটে দিয়েছে ফরিদপুর জেলা কৃষকলীগ

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৭ মে ২০২০, ১৪:২৮

দরিদ্র কৃষকের এক একর জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন ফরিদপুর জেলা কৃষকলীগ নেতারা। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বসুনরসিংহদিয়া গ্রামের শহিদুল ইসলাম নামে এক কৃষকের ধান কেটে দেন তারা।

কৃষক শহিদুল ইসলাম বলেন, ‘কয়েকদিন আগেই আমার ক্ষেতের ধান পাকছে, কিন্তু দিনমজুরের অভাবে ধান কাটতে পারছিলাম না। বুঝতে পারছিলাম না কি করব? আজ জেলা কৃষকলীগের নেতারা আমার জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে যে উপকার করেছেন তা ভুলবার নয়।’

এ বিষয়ে জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস লক্ষণ বলেন, ‘করোনার প্রভাবে কৃষকরা ধান কাটার জন্য দিনমজুর পাচ্ছেন না। প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ কৃষকলীগের সভাপতি সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি আমাদেরকে কৃষকদের ধান কেটে দেওয়ার আদেশ দেন। এছাড়া আধুনিক ফরিদপুরের রুপকার সদর ৩ আসনের সাংসদ খন্দকার মোশাররফ হোসেনের সার্বিক তত্বাবধানে আমরা এ কৃষকের জমির ধান কেটে দিয়েছি। দরিদ্র কৃষকদের সহযোগিতায় আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’

ধান কাটার সময় উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সহসভাপতি আবুল কাশেম, দপ্তর সম্পাদক সুজিত কুমার রায়, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শৈলেন কুমার বিশ্বাস, মহিলা বিষয়ক সম্পাদক সবিতা বৈরাগী, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনন্দ কুমার ঘোষ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদ, আলীয়াবাদ ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক নেয়ামত আলী ভুঁইয়া, সুচিত্রা সিকদার, সঞ্জয় দাস, দেবু সাহাসহ অন্যান্যরা।

ঢাকাটাইমস/৭মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :