এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিলেন সাংসদ দুর্জয়

বিসিবির পক্ষ থেকে মানিকগঞ্জে ১৫০ জন দুঃস্থ ক্রিকেট খেলোয়াড়সহ এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে দুঃস্থ খেলোয়াড়দের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরে ঘিওর উপজেলা সদর ইউনিয়ন, সিংজুরি ও বৈকন্ঠপুরে স্থানীয় কর্মহীন মানুষের মধ্যে বাকি সহায়তা বিতরণ করা হয়। উপকারভোগী প্রতিজনকে চাল, ডাল, তেল, লবণ, সাবানসহ দশ কেজি ওজনের ব্যাগ দেয়া হয়।
সম্প্রতি মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রিকেট খেলোয়াড় বিল্টু মিয়ার পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন বিসিবির এই পরিচালক।
এসময় উপস্থিত ছিলেন- মানিকগঞ্জ জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য মনিরুল ইসলাম মনি প্রমুখ।
বিসিবির পরিচালক নাঈমুর রহমান দুর্জয় বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শে এই দুর্যোগ মুহূর্তে দুঃস্থদের সহায়তার জন্য বিসিবির নিজস্ব উদ্যোগে ত্রাণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দেশের সকল বিত্তবান ব্যক্তিবর্গদের দুঃস্থদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
(ঢাকাটাইমস/৭মে/এলএ)

মন্তব্য করুন