গাইবান্ধায় কৃষকদের থেকে সরাসরি ধান-চাল ক্রয় শুরু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২০, ১৯:৩৭
অ- অ+

গাইবান্ধায় সরকারিভাবে সরাসরি কৃষকদের থেকে ধান ও মিলারদের কাছ থেকে চাল ক্রয় শুরু হয়েছে। করোনা পরিস্থিতিতে বাজারে ধান-চালের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এ কর্মসূচি শুরু হয়। শনিবার গাইবান্ধা খানকা শরীফ খাদ্য গুদাম চত্বরে এই কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।

তিনি জানান, এই দুর্যোগে কৃষকদের ধান-চালের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকার দ্রুত ধান-চাল ক্রয় শুরু করেছে।

এসময় ধান ও চাল ক্রয়ে যেন কোনো অনিয়ম না হয় সেদিকে লক্ষ্য রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় আরও বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবদুল মতিন, জেলা খাদ্য নিয়ন্ত্রক জহুরুল হক, কৃষি বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান, পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, রেজাউল করিম রেজা, দীপক কুমার পাল, সাংবাদিক খালেদ হোসেন প্রমুখ।

প্রসঙ্গত, এ বছর সরকারিভাবে কৃষকদের থেকে ১৭১৪২ মেট্রিক টন ধান ও মিলারদের থেকে ২৩৬৮৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ১৬২৮ মেট্রিক টন আতব চাল ক্রয় করা হবে।

ঢাকাটাইমস/৯মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
দেশব্যাপী প্রতিভা খোঁজে ‘নতুন কুঁড়ি’ ফিরিয়ে আনবে বিএনপি: আমিনুল হক 
বনানীতে সিসা লাউঞ্জে যুবক হত্যার প্রধান দুই আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা