বুমরাহকে কাউন্টি না খেলার পরামর্শ ওয়াসিম আকরামের

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২০, ১৫:৪৮
অ- অ+

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই বিশেষজ্ঞদের নজর কাড়েন জসপ্রীত বুমরাহ৷ চোট সারিয়ে জাতীয় দলে ফেরার পর থেকে ছন্দে দেখা যায়নি টিম ইন্ডিয়ার এই ডানহাতি পেসারকে৷ তবে বুমরাহের মতো পেসারকে কাউন্টি ক্রিকেট না-খেলার পরামর্শ দিলেন কিংবদন্তি পাক পেসার ওয়াসিম আকরাম।

আইপিএলে নজর কাড়ার পর বেশ কয়েক বছর আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে খেললেও এখনও কাউন্টি খেলেননি বুমরাহ৷ তবে ওর মতো পেসারের কাউন্টিতে খেলে নিজেকে নিঃশেষ করা উচিত নয় বলে মনে করেন ‘সুলতান অফ সুইং’৷

প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়ার সঙ্গে ইউটিভ চ্যানেলে আকরাম বলেন, ‘আজ ক্রিকেট অনেক বেশি হয়ে গিয়েছে। বুমরার মতো একজন শীর্ষস্থানীয় বোলার, যে ভারতের এক নম্বর পেসার৷ আমি ওকে বলব কাউন্টি ক্রিকেট না খেলতে৷ তরুণ খেলোয়াড়দের সেখান থেকে আরও প্রথমশ্রেণির ক্রিকেট খেলতে হবে, যেখান থেকে ওরা বোলিং শিখতে পারবে৷’

কিংবদন্তি পাক পেসার আরও বলেন, ‘টি-টোয়েন্টি আশ্চর্যজনক, ভালো বিনোদনও৷ প্রচুর অর্থ রয়েছে৷ কিন্তু অর্থের জন্য এই ফরম্যাটকে বেশি গুরুত্ব দেওয়া উচিত নয়৷ টি-২০ থেকে তারা বোলিং শিখবে না। আমি টি-২০ পারফরম্যান্সের দ্বারা কোনও খেলোয়াড়কে বিচার করি না৷ আমি ক্রিকেটের দীর্ঘ সংস্করণ অর্থাৎ, টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স দেখে বিচার করি৷’

পাকিস্তানের হয়ে খেলার প্রথম দিকের কথা স্মরণ করে আকরাম জানান যে, তার প্রতিভা সম্পর্কে তার কোনও ধারণা ছিল না৷ তিনি বলেন, ‘আমি যখন তরুণ, সবে দলে ঢুকেছি তখন ইমরান (খান) ভাই, জাভেদ (মিয়াঁদাদ) ভাই, মুদাসসর নজরকে বলতে শুনতাম যে, এই ছেলেটার প্রতিভা আছে৷ কিন্তু সে সময় তারা কী বলতে চেয়েছিল তা আমি বুঝতে পারিনি। তারপরে আমি একদিন ইমরান ভাইকে জিজ্ঞেস করি৷ তিনি বলেছিলেন, আপনার গতি ছলনাময়ী এবং বল দারুণ সুইং করছে৷ আমাকে এতে আরও খাটতে হবে৷’

আকরাম আরও বলেন, ‘কিছুই সহজ হয় না, একই পরামর্শ, যা আমি এই তিনটি খেলোয়াড়ের কাছ থেকে শিখেছি৷ যদিও তাদের পদ্ধতি আলাদা ছিল। বোলার হিসাবে আমাদের কাজ ব্যাটসম্যানদের মনে সন্দেহ তৈরি করা। আমি যে প্রতিভাধর তা ট্যাগটি উপভোগ করেছি।’

(ঢাকাটাইমস/১১ মে/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৪১ জন ফিলিস্তিনি
সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে নেতা-কর্মীদের ঢল, মানতে হবে যেসব নির্দেশনা
খন্ড খন্ড মিছিল আর স্লোগানে সমাবেশস্থলে আসছে নেতাকর্মীরা
গোপালগঞ্জে নিরীহ মানুষ ও দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার না করার আহ্বান বিএনপি নেতা মেসবাহ'র
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা