এক চার্জে তিন দিন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২০, ০৯:৩৬
অ- অ+

শক্তিশালী ব্যাটারিতে এলো রিয়েলমি নারজো ১০ ও নারজো ১০এ। এতে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। রিয়েলমি দাবি করছে এই ফোন একবার চার্জ দিলে টানা তিন দিন চলবে।

দুই মডেলেই মিডিয়াটেক হেলিও জি৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। মধ্যমঘরানার ফোনে সাধারণত এই চিপসেট ব্যবহৃত হয়।

মার্চে মায়ানমারে এসেছিল রিয়েলমি সিক্স আই। ভারতে সেই ফোনের নাম বদলে এলো রিয়েলমি নারজো টেন। অন্যদিকে ফেব্রুয়ারিতে থাইল্যান্ডে এসেছিল রিয়েলমি সি থ্রি। সেই ফোনের নাম বদলে ভারতে এসেছে নারজো ১০ এ হয়ে।

ভারতে রিয়েলমি নারজো ১০-এর দাম ১১ হাজার ৯৯৯ রুপি। নারজো ১০ এ-এর দাম ৮ হাজার ৪৯৯ রুপি।

ডুয়েল সিমের নারজো টেনে আছে অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম। এই ফোনে ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকছে। ফোনের ভেতরে রয়েছে মিডিয়াটেক হেলিও জি ৮০ চিপসেট, ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ।

নারজো ১০ এর পেছনে চারটি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরায় ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।

কানেক্টিভিটির জন্য এই ফোনে ফোরজি ভিওএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ ভার্সন ৫, জিপিএস/এজিপিএস এবং টাইপি সি পোর্ট। ব্যাকআপের জন্য আছে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সঙ্গে আছে ফাস্ট চার্জ সাপোর্ট।

(ঢাকাটাইমস/১২মে/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিজিএফআই ট্যাক্সের টাকায় চলে, অথচ জবাবদিহিতা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
শেষ হলো বিডিঅ্যাপস ইনোভেশন সামিট: চ্যাম্পিয়ন ডা. চাষী, রানারআপ চিঠি ডট মি
ইয়াবা দিয়ে ফাঁসিয়ে বরখাস্ত সিএমপির দুই পুলিশ
কৃষক লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রশিদ বখতিয়ার গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা