ফের অসহায়দের পাশে রুবেল

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১২ মে ২০২০, ১০:০৯

করোনা মোকাবেলায় দ্বিতীয়বারের মত সাহায্যের হাত বাড়িয়ে দিলেন টাইগার স্পিডস্টার রুবেল হোসেন। ছোঁয়াচে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময়ে নতুন করে আরও ৩৫০ পরিবারকে ত্রাণ সহায়তা দিচ্ছেন তিনি।

করোনায় সৃ্ষ্ট সংকটপূর্ণ সময়ে বেশিরভাগ মানুষের আয়-রোজগারে ভাটা পড়েছে। খেয়ে-পরে থাকাও যেন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এরূপ ভোগান্তি বেশি নিম্ন আয়ের মানুষদের। এই পরিস্থিতি বিবেচনা করে রুবেল বাগেরহাটে ৩৫০ পরিবারকে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন।

ত্রাণের প্রতিটি মোড়কে থাকছে চাল, ডাল, তেল, সাবানের মত নিত্যপয়োজনীয় সামগ্রী। এর আগেও পাঁচশরও বেশি পরিবার রুবেলের ত্রাণ সহায়তা পেয়েছিলেন। শুধু খেটে খাওয়া মানুষদেরই নয়, রুবেল খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন নিজের ভাড়াটিয়াদের কাছেও। রুবেলকে পাশে পেয়ে দুঃসময়েও কিছুটা স্বস্তিতে আছেন তারা।

এদিকে ত্রাণ দেওয়ার পাশাপাশি রুবেল নিয়েছেন অনন্য উদ্যোগ। তিনি তার ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিছুদিন আগে। শুধু এক/দুই মাস নয়, রুবেল সিদ্ধান্ত নিয়েছেন- যতদিন পর্যন্ত পরিস্থিতি ঠিক না হবে ততদিন তিনি তার ১৬ ভাড়াটিয়ার কারও কাছ থেকেই মাসিক ভাড়া নেবেন না।

নতুন করে ৩৫০ পরিবারের পাশে দাঁড়ানোর বিষয়ে নিশ্চিত করেছেন তিনি নিজেই। তাকে দেখে অন্যরাও যাতে অনুপ্রাণিত হন, সেজন্য জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে নিজের কার্যক্রমের কথা জানিয়েছেন। রুবেল বলেন, ‘আলহামদুলিল্লাহ, দ্বিতীয়বারের মত বাগেরহাটে আমার নিজ এলাকায় ৩৫০টি পরিবারকে খাবার দিচ্ছি। ছোট-ছোট-অল্প থেকেই একদিন রচিত হবে করোনা (জয়ের) গল্প।

(ঢাকাটাইমস/১২ মে/এআইএ)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :