বাগেরহাটে করোনার উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ মে ২০২০, ১৭:০২
অ- অ+

বাগেরহাটের কচুয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে এক নারীর (৪৮)মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোর ৫টায় উপজেলার ধোপাখালি ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন হয়েছে।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক জানান, উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া ওই নারীর উচ্চ রক্তচাপ, শাস্বকষ্ট ও ডায়াবেটিস ছিল। তিনি ও তার স্বামী ঢাকায় থাকেন। সাত দিন আগে গ্রামে ফেরার পর তার জ্বর ও গলাব্যাথা শুরু হলেও চিকিৎসা না নিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। তার মৃত্যুর খবর পেয়ে তারসহ তার পরিবারের চার সদস্য ও পাশের বাড়ির দু’জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

ঢাকাটাইমস/১৪মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা