ড. আনিসুজ্জামানের মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৪ মে ২০২০, ২১:১১

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি শোক জানান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. শরীফ মাহমুদ অপু স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়, খ্যাতিমান শিক্ষাবিদ ড. আনিসুজ্জামান-এর মৃত্যুতে মন্ত্রী গভীরভাবে শোকাহত। সেই সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এর আগে বিকাল ৪টা ৫৫ মিনিটে ঢাকার সম্মলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক ড. আনিসুজ্জামান। মৃ্ত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তার মৃত্যু শোক জানিয়েছে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

(ঢাকাটাইমস/১৪মে/এসএস/ইএস)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :