বাগেরহাটে মারা যাওয়া নারী ছিলেন করোনায় আক্রান্ত

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ মে ২০২০, ২৩:১৮| আপডেট : ১৮ মে ২০২০, ০০:৪১
অ- অ+

বাগেরহাটের কচুয়ায় করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ৪৮ বছর বয়সি নারীর শরীরে ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। রবিবার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। স্থানীয় প্রশাসন ওই নারীর বাড়িতে গিয়ে মৃত্যুর পর ওই নারীর গোসল, জানাজা ও দাফন কাজে যারা অংশ নিয়েছিলেন তাদের শনাক্ত করে পরীক্ষার জন্য সবার নমুনা সংগ্রহ করার কথা জানিয়েছে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার মনিশংকর পাইক বিকালে জানান, মারা যাওয়া ওই নারীর সংগ্রহ করা নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ হয়েছে। মৃত্যুর পর ওই নারীর গোসল, জানাজা ও দাফন কাজে যারা অংশ নিয়েছিলেন তাদের শনাক্ত করে পরীক্ষার জন্য সবার নমুনা সংগ্রহ করা হবে এবং স্থানীয়দের স্বাস্থ্য সুরক্ষা দিতে যা যা করণীয় আছে তার উদ্যোগ নিচ্ছে প্রশাসন।

প্রসঙ্গত, গত ১৪ মে বৃহস্পতিবার ভোর পাঁচটায় কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়নের উত্তর মাধবকাঠি গ্রামের বাড়িতে ওই নারীর মৃত্যু হয়। এর এক সপ্তাহ আগে ওই নারী ঢাকা থেকে কচুয়ার বাড়িতে ফেরেন। ওই সময় থেকে তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল। তিনি চিকিৎসা না করিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। ওইদিন স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে সেখানে গিয়ে ওই নারীসহ তার পরিবারের চার সদস্য ও পাশের বাড়ির দুজনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠায়।

(ঢাকাটাইমস/১৭মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা