করোনা সন্দেহে ‘চিকিৎসকের অবহেলা’, যুবকের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ মে ২০২০, ১৭:৫৫
অ- অ+

‌মানিকগঞ্জে গলায় গরুর মাংস আটকে‌ চঞ্চল হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে মানিকগঞ্জ হাসপাতালে তার মৃত্যু হয়। তবে চিকিৎসকের অবহেলায় চঞ্চলের মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

নিহত চঞ্চল মানিকগঞ্জে সদর উপজেলার উচুটিয়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

নিহতের বোন সুমাইয়া আক্তার জানান, তার ভাই চঞ্চল ঢাকার একটি প্রেসে চাকরি করতেন। বুধবার সকালে ঢাকা থেকে বাড়ি ফেরেন তিনি। বাড়িতে এসে তাড়াহুড়া করে খাওয়ার সময় গলায় এক টুকরো মাংস আটকে যায়। পরে তাকে জেলা হাসপাতালে নিলে করোনা আক্রান্ত সন্দেহে তার পাশে কোন চিকিৎসক আসেনি। কিছুক্ষণ পর জরুরি বিভাগ থেকে জানানো হয় চঞ্চল মারা গেছে।

নিহতের মা শিখা বেগম জানান, হাসপাতালে নেওয়া হলেও বিনা চিকিৎসায় তার ছেলের মৃত্যু হয়। তিনি এই ঘটনা তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচারের দাবি জানান।

তবে হাসপাতালের চিকিৎসক মাহফুজ এ অভিযোগ অস্বীকার করে জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে চঞ্চলের। জরুরি বিভাগে নিয়ে ইসিজি করে বিষয়টি নিশ্চিত করে তাদের মৃত্যুর বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে কথা বলতে হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশ্বাদ উল্লাহকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ঢাকাটাইমস/২০মে/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২৫ দোকান
যুদ্ধ বন্ধের ঘোষণা ছাড়াই শেষ হলো ট্রাম্প–পুতিনের ঐতিহাসিক বৈঠক
সাইকেলে ঘাস, ভেতরে মিলল ৫১ হাজার মার্কিন ডলার
বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে সমন্বিত সাইবার হামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা