বগুড়ায় আরো ২৪ জন করোনা রোগী শনাক্ত

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২২ মে ২০২০, ২৩:৩৩

বগুড়ায় নতুন করে ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডা. মুস্তাফিজুর রহমান তুহিন। আক্রান্তদের মধ্যে করোনায় মারা যাওয়া বগুড়ার সাবেক এমপি কামরুন্নাহার পুতুলসহ তার পরিবারের আরো তিনজন এবং বিভিন্ন উপজেলার ২০ জন রয়েছেন। শুক্রবার রাত ৯টায় তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি সিভিল সার্জন জানান, আক্রান্তদের সবাই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ফেরত। নতুন করে করোনায় শনাক্তদের মধ্যে সদরের আটজন, সারিয়াকান্দির ছয়জন, দুপচাচিয়ার তিনজন, কাহালুর দুজন, আদমদিঘীর দুজন, নন্দীগ্রাম, শিবগঞ্জ ও গাবতলীতে একজন করে। সদরের আটজনের মধ্যে বৃহস্পতিবার রাতে মারা যাওয়া সাবেক সাংসদ কামরুন্নাহার পুতুলের পরিবারের চারজন।

বগুড়ায় এখন মোট আক্রান্ত ১৪৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে ১৬ জন বাড়ি ফিরেছেন।

(ঢাকাটাইমস/২২মে/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :