শেরপুরের নয়টি গ্রামে পালিত হচ্ছে আগাম ঈদ

শেরপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ মে ২০২০, ১৬:০৯

সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছরই দেশের বিভিন্ন এলাকায় পালিত হয় ইদুল ফিতর। এবারও এর ব্যতিক্রম হয় নি। রবিবার শেরপুরের নয়টি গ্রামে উদযাপন হচ্ছে ঈদুল ফিতর। সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ওইসব এলাকায় মুসল্লিরা ঈদের নামাজ আদায় করেন।

স্থানীয় সূত্র জানায়, আজ শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল ও গোবিন্দনগর ছয়আনিপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী মধ্যপাড়া ও চিনামারা, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা গ্রামসহ নয়টি গ্রামে পৃথকভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। এবার করোনা মোকাবেলায় সরকারি নির্দেশনা মোতাবেক মুসল্লিরা নিজ নিজ বাড়িতে ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করেন।

প্রসঙ্গত, আহলে হাদিসপন্থী এবং সুরেশ্বর দরবার শরিফের অনুসারীরা এ আগাম ঈদ উদযাপন করেন।

ঢাকাটাইমস/২৪মে/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :