লেবাননে অবৈধভাবে ডলার বিক্রি, দুই বাংলাদেশি গ্রেপ্তার

ওয়াসীম আকরাম, লেবানন থেকে
  প্রকাশিত : ২৫ মে ২০২০, ১২:৩৫| আপডেট : ২৫ মে ২০২০, ১২:৫৬
অ- অ+

অবৈধভাবে ডলার কেনা-বেচা করায় লেবাননের দাওড়ার একটি মানি এক্সচেঞ্জের মালিক ও তার সহযোগী দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে লেবানন গোয়ান্দ পুলিশ। গত শনিবার গোপন খবরের ভিত্তিতে লেবানন গোয়েন্দা বিভাগ দাওড়া ওই মানি এক্সচেঞ্জ থেকে তাদের ডলারসহ হাতেনাতে গ্রেপ্তার করে। পরে সেই মানি এক্সচেঞ্জের দোকানের লাইসেন্স বাতিলসহ দোকানটি সিলগালা করে দেয়া হয়।

প্রবাসী বাংলাদেশিদের কাছে গ্রেপ্তার হওয়া দুই বাংলাদেশি চড়ামূল্যে ডলার বিক্রি করে আসছিল। মানি এক্সচেঞ্জের দোকানের মালিকের সঙ্গে হাত মিলিয়ে লেবাননে এই দুর্যোগ মুহূর্তে লেবাননে সরকারের বেঁধে দেয়া দামের বাইরে বেশি দামে প্রবাসী বাংলাদেশিদের নিকট তারা ডলার বিক্রি করত।

গ্রেপ্তারকৃত দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স আব্দুল্লাহ আল মামুন জানান, ঘটনাটি তিনিও জানতে পেরেছেন। তবে ঈদের ছুটি থাকায় লেবাননে জেনারেল সিকিউরিটি থেকে তাদের বৃত্তান্ত জানা যায়নি। বাংলাদেশি দুইজন এখন জেনারেল সিকিউরিটির কারাগারে বন্দি রয়েছে।

(ঢাকাটাইমস/২৫মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদার আর নেই
ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ ও সেক্রেটারিয়েট পুনর্গঠন
আখাউড়ায় ট্রেনচালকের গলিত মরদেহ উদ্ধার
গোপালগঞ্জে যৌথ বাহিনীর বিশেষ অভিযান, নদীপথে কোস্ট গার্ড ও নৌবাহিনীর নজরদারি 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা