রাজশাহীর মিশন হাসপাতালের আরেক রোগীর করোনা পজিটিভ

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ২৬ মে ২০২০, ২৩:১০
অ- অ+

রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে চিকিৎসাধীন আরেক রোগীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়।

আক্রান্ত এই রোগী পুরুষ। তার বয়স প্রায় ৩০ বছর। রাজশাহী মহানগরীর পূর্ব মোল্লাপাড়া মহল্লায় তার বাড়ি। রামেকের ভাইরোলজি বিভাগের প্রধান প্রফেসর ডা. সাবেরা গুলনাহার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রামেকের ল্যাবে এ দিন এক শিফটে ৯৪টি নমুনা পরীক্ষা করা হয়। সবগুলোরই রিপোর্ট হয়েছে। এর মধ্যে চারটি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকি ৯০টি নমুনার রিপোর্ট নেগেটিভ।

আক্রান্ত চারজনের মধ্যে তিনজনেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জ। আর একজন রাজশাহীর খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের রোগী। মিশন হাসপাতালে এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের আরেক করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন। আর এখানে চিকিৎসাধীন অবস্থায় গেল শুক্রবার পুলিশের এক উপ-পরিদর্শক মারা গেছেন।

রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। মঙ্গলবার পর্যন্ত শনাক্ত হলেন ৪৪ জন। এর মধ্যে দুইজন মারা গেছেন। সুস্থ হয়েছেন আটজন। রাজশাহী মহানগরীতে এখন শনাক্ত হওয়া কোভিড-১৯ রোগীর সংখ্যা নয়জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবেও নমুনা পরীক্ষা করা হচ্ছে। মঙ্গলবার রাত ৮টা পর্যন্ত এ দিনের রিপোর্ট হয়নি।

(ঢাকাটাইমস/২৬মে/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভেষজ করমচা ডায়াবেটিস ও কিডনি রোগ নিরাময় করে
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা