করোনা থেকে সুস্থ ২৪ লাখ ৩০ হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ মে ২০২০, ০৮:৫৬
অ- অ+

বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ কমতে শুরু করেছে। সুস্থতার সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা থেকে সুস্থ হয়েছেন ২৪ লাখ ৩০ হাজার ৫৯৩ জন। এ তথ্য জানিয়েছে করোনার লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার।

যুক্তরাষ্ট্রে সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৯ হাজার ৯৬৯ জন, স্পেনে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৪৪ হাজার ৬৫৮ জন, ফ্রান্সে ৬৫ হাজার ৮৭৯ জন। ইরানে সুস্থ হয়েছেন এক লাখ ৯ হাজার ৪৩৭ জন। তুরস্কে সুস্থ হয়েছেন এক লাখ ২১ হাজার ৫০৭ জন। ব্রাজিলে সুস্থ হয়েছেন এক লাখ ৫৮ হাজার ৫৯৩ এবং রাশিয়ায় এক লাখ ৩১ হাজার ১২৯ জন করোনা জয় করেছেন।

বিশ্বে করোনা থেকে সুস্থতার হারে সবচেয়ে এগিয়ে রয়েছে জার্মানি। দেশটিতে অবিশ্বাস্যভাবে আক্রান্তের তুলনায় সুস্থতার সংখ্যা সবচেয়ে বেশি। জার্মানিতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন এক লাখ ৬২ হাজার।

বুধবার সকাল পর্যন্ত করোনায় বিশ্বব্যাপী নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৫২ হাজার ২২৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ৫৬ লাখ ৮৪ হাজার ৬৮৪ জন। অপরদিকে ২৪ লাখ ৩০ হাজার ৫৯৩ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ঢাকা টাইমস/২৭মে/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা