সেনাবাহিনীর ছয় কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ২০:২৯| আপডেট : ২৮ মে ২০২০, ২০:৩২
অ- অ+

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) তিনজন বিগ্রেডিয়ার জেনারেল ও তিনজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, বিগ্রেডিয়ার জেনারেল মো. মাহফুজ আলমকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাসির আহমদকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। বিগ্রেডিয়ার জেনারেল ফজলুল করিমেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ বাকেরকে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

বিইউপির চিফ মেডিকেল অফিসার কর্নেল মো. ইফতিখারুল ইসলামকে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রত্যাবর্তন করা হয়েছে। আর কর্নেল মো. নাসিরুল হক খানকে বিইউপির চিফ মেডিকেল অফিসার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এএ/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বৈষম্যবিরোধী ও এনসিপির আন্দোলনের মুখে পটিয়া থানার ওসি প্রত্যাহার
বাংলামোটরে এনসিপির জুলাই চিত্র প্রদর্শনীর গাড়িতে ককটেল বিস্ফোরণ
তাড়াশে সম্পত্তি লিখে নিয়ে বাবা-মাকে বাড়িছাড়ার অভিযোগ
সাবেক এমপি নাঈমুর রহমান দুর্জয় গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা