ঢামেকের ভাইরোলজি বিভাগে ‘সুরক্ষা সামগ্রী’ দিল ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২০, ২০:৪৯
অ- অ+

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগে সামনের সারিতে থেকে কাজ করছেন সেইসব চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা। রোগীর সেবার দিনরাত জেগে আছেন তারা। সেইসব ‘যোদ্ধাদের’ পাশে দাঁড়িয়েছে বিসিএস ৩০ ব্যাচের কর্মকর্তাদের সংগঠন ত্রিমাত্রিক-৩০ বিসিএস অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড।

শনিবার ত্রিমাত্রিক-৩০ বিসিএসের পক্ষ থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগের চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যকর্মীদের হাতে ‘সুরক্ষা সামগ্রী’ উপহার হিসেবে তুলে দিয়েছে।

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দিন বলেন, ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএসের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতালে যে ‘সুরক্ষা সামগ্রী’ তুলে দেওয়া হচ্ছে, তা সত্যিই প্রশংসনীয় এবং সময়োপযোগী উদ্যোগ। জাতির এই ক্রান্তিলগ্নে তাদের এই ভূমিকা সবাই মনে রাখবে।’

আরও উপস্থিত ছিলেন ‘ত্রিমাত্রিক-৩০ বিসিএস’ এর সম্পাদক ডা. মো. লতিফুল বারী, টিটিবি সদস্য ডা. মোস্তফা কামাল আরেফিন, ঢামেকের ভাইরোলজির বিভাগে প্রধান সুলতানা শাহানা বানু, ডা. গওসুল আযম, টিটিবি সদস্য সহকারী অধ্যাপক মো. আবদুল কাদের সোহাগ প্রমুখ।

(ঢাকাটাইমস/৩০ মে/এএ/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা