ঝিনাইদহে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু, মা আটক

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ মে ২০২০, ১৯:১৫
অ- অ+

ঝিনাইদহ সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নের বানিয়া কান্দর গ্রামে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। রবিবার সকালে বাড়ির পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃত শিশু দুটি সদর উপজেলার বানিয়া কান্দর গ্রামের নজরুল ইসলামের সন্তান।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, সকালে মায়ের সঙ্গে আবু সালেহ মাহি (৫) ও সাফিয়া খাতুন (৭) বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে মা মনিরা বেগম বাড়িতে ফিরে আসেন। সন্তানদের না পেয়ে পাশের বাড়ির রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে পুকুরে খুজঁতে যান। খোঁজখুঁজির একপর্যায়ে শিশু দুটির লাশ পাওয়া যায়। পরে পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি বলেন, মা মনিরা খাতুন পুলিশকে বলেছেন, তিনি দুই ছেলে মেয়েকে পুকুর পাড়ে রেখে নিজে পানিতে গোসল করতে নামেন। পরে পেছন ফিরে দেখেন ছেলে মেয়ে দুটি আর নেই। তবে তার কথা বার্তা অসংলগ্ন। এই কারণে মা মনিরা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এদিকে স্থানীয়দের অভিযোগ, মনিরা খাতুন নিজেই তার সন্তানকে হত্যা করেছেন।

(ঢাকাটাইমস/৩১মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ
শেরপুর সীমান্তে বন্যহাতির মৃতদেহ উদ্ধার
তানভীরের ঘূর্ণিতে জয়ের পথে বাংলাদেশ
নির্বাচন আটকানোর শক্তি কারো নেই: গয়েরশ্বর   
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা