নিদাহাস ট্রফির ফাইনালের কথা স্মরণ করলেন রোহিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০২ জুন ২০২০, ১৯:৪১
অ- অ+

ব্যাটের পাশাপাশি দক্ষ ফিল্ডার হিসেবেও সুনাম রয়েছে তাঁর। উইকেটের পিছনে দস্তানা হাতেও সপ্রতিভ ছিলেন তিনি। কিন্তু ১৬ বছরের দীর্ঘ ক্যারিয়ারের বেশিরভাগ সময়টা মহেন্দ্র সিং ধোনির ছত্রছায়ায় ঢাকা পড়ে ভারতীয় দলের দরজাটা অনিয়মিতই রয়ে গিয়েছে তাঁর জন্য।

২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শেষ বলে ছয় মেরে ভারতকে জিতিয়েছিলেন কার্তিক। ওই ম্যাচ ভারতীয় ক্রিকেট একটা আলাদা পরিচিতি তৈরি করে দেয় দিনেশ কার্তিককে।

আর সেই ম্যাচ জেতানোর স্মৃতি উসকেই নাইট অধিনায়ককে ৩৫তম জন্মদিনের শুভেচ্ছা জানালেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা।

সোশ্যাল মিডিয়ায় এক শুভেচ্ছাবার্তায় আইপিএলের একটি ম্যাচে টসের মুহূর্তের ছবি পোস্ট করে রোহিত লেখেন, ‘শুভ জন্মদিন ডিকে বাবা। শেষ বলে ছক্কাটার জন্য ধন্যবাদ।’

বাংলাদেশের বিরুদ্ধে ফাইনালে ১৬৭ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে একপ্রকার অসম্ভবকে সম্ভব করেছিলেন কার্তিক। মাত্র ৮ বলে ২৯ রানের এক দুর্দান্ত ক্যামিও এসেছিল কার্তিকের ব্যাট থেকে। শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল ৫ রান। ডিকে’র ব্যাট থেকে শেষ বলে ছয় দিয়েই যবনিকা পতন হয়েছিল ম্যাচের।

(ঢাকাটাইমস/২ জুন/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিটি ব্যাংক ও আইবিএ-ঢাবির যৌথভাবে ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং গ্রোগ্রাম’-এর চুক্তি 
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা