পররাষ্ট্র প্রতিমন্ত্রীর গাড়িচালকের করোনা শনাক্ত

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৫ জুন ২০২০, ২১:০৪
অ- অ+

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের গাড়িচালক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তিনি দীর্ঘ ২৫ বছর ধরে প্রতিমন্ত্রীর গাড়িচালক হিসেবে সার্বক্ষণিক সঙ্গী হয়ে কাজ করছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে নিজের ফেসবুক ওয়ালে শেয়ার করা পোস্টে এ তথ্য জানিয়েছেন প্রতিমন্ত্রী। তবে প্রতিমন্ত্রী ও তার পরিবারের সবার দ্বিতীয় দফা নমুনা পরীক্ষায়ও করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ফেসবুক পোস্টে বলেন, আইসোলেশনে ছিলাম। দ্বিতীয়বার সবার পরীক্ষা করা হয়েছে (আগের আক্রান্ত চারজন ছাড়া। কারণ তাদের পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে ১৪ দিন। তবে তারা সবাই ভালো আছেন)।

তিনি বলেন, আমার গাড়িচালক আলমগীর, যে ১৯৯৫ সাল থেকে আমার সাথে। তার পজেটিভ এসেছে (গতবার তার পরীক্ষা করানো হয়নি। কারণ সে অন্য স্থানে ছিলো)। সে অবশ্য গত কয়েক সপ্তাহ ধরে তার বাসাতেই আছে এবং তার অন্য কোন উপসর্গ নেই।

আক্রান্ত ব্যক্তির ফোনে কল না করতেও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম। তিনি লিখেছেন, আমার নির্বাচনী এলাকার অনেকের কাছে তার (ড্রাইভার আলমগীর) মোবাইল নম্বর আছে। সবাইকে অনুরোধ করবো, তাকে দয়া করে ফোন করবেন না। কোনো বার্তা দিতে চাইলে সেটা এসএমএস করে দিয়েন। সে নিজের সুবিধাজনক সময়ে যোগাযোগ করবে।

প্রতিমন্ত্রী তার পোস্টে শেষের দিকে ফের নিজের ও পরিবারের সবার করোনা নেগেটিভ উল্লেখ করে আক্রান্তদের জন্য দোয়া চেয়েছেন। লিখেছেন, আমারসহ অন্য সবার নেগেটিভ এসেছে। সবাই দোয়া করবেন আক্রান্তরা যেন দ্রত সুস্থ হয়ে উঠতে পারেন। আল্লাহ রাব্বুল আলামীন সকলের প্রতি সদয় হউন।

এর আগে গত ২৮ মে প্রতিমন্ত্রীর ঢাকার সরকারি বাসার চার কর্মীর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়। ওই সময় প্রথম দফায় প্রতিমন্ত্রী ও তার পরিবারের সবার করোনা পরীক্ষা করা হলেও নেগেটিভ আসে। তবুও সচেতনতার জন্য আইসোলেশনে থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করান তিনি এবং তার পরিবার। তাতেও সবার করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।

(ঢাকাটাইমস/৫জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা