পদোন্নতির পর পাঁচ যুগ্মসচিব ডিসি পদে পুনর্বহাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১০:৫৬
অ- অ+

প্রশাসনের যুগ্মসচিব পদে সদ্য পদোন্নতি পাওয়া কর্মকর্তারা যেসব জেলায় প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন সেখানেই তাদের পুনর্বহাল (ইনসিটু পদায়ন) করা হয়েছে। গত ৫ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য মিলেছে।

ওইদিনই প্রশাসনের উপ-সচিব পদমর্যাদার ১২৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব পদে পদোন্নতি দেয় সরকার। নিয়ম অনুযায়ী পদোন্নতির জন্য তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

ইনসিটু পদায়নের জন্য জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মো. ওয়াহিদুল ইসলামকে মাদারীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে। একইভাবে ফয়েজ আহমেদকে বগুড়া জেলায়, আবু ছালেহ মুহাম্মদ ফেরদৌস খানকে ঢাকায়, তন্ময় দাসকে নোয়াখালীতে, মোহাম্মদ শফিউল আরিফকে যশোরে এবং মো. হামিদুল হককে রাজশাহী জেলায় পদায়ন করা হয়। তার এর আগে থেকেই এসব জেলায় প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছিলেন।

(ঢাকাটাইমস/৭ জুন/ এএ/এইচএফ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী কর্মীদের ছোট হাতা ও দৈর্ঘ্যের পোশাক-লেগিংস বাদ দিতে বলল বাংলাদেশ ব্যাংক
বিমান দুর্ঘটনার ধাক্কা সামলে মাইলস্টোনে সীমিত পরিসরে ক্লাস শুরু ২৭ জুলাই
সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
মাইলস্টোন ট্রাজেডি: ঢাকায় পৌঁছাল ভারতের চিকিৎসক দল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা