বজ্রপাতে উলিপুরের নিখোঁজ মাঝির লাশ চিলমারীতে উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২০, ১৩:২৪
অ- অ+

কুড়িগ্রামের উলিপুরে বজ্রপাতে নিখোঁজ হওয়া মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে জেলার চিলমারীর রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত মাঝি কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের শিবের পাতিচরের আবু বক্করের ছেলে মফিজুল ইসলাম।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত শুক্রবার বিকেলে রৌমারী নৌঘাট থেকে শ্যালো ইঞ্জিনচালিত নৌকায় সদর উপজেলার যাত্রাপুর ঘাট যাওয়ার পথে উলিপুরের পালের ঘাটে এলেই বজ্রপাতে পানিতে পড়ে যায় নৌকার মাঝি মফিজুল। এরপর অনেক খোঁজাখুজির পরও তাকে পাওয়া যায়নি। সকালে স্থানীয়রা রমনা ইউনিয়নের জোড়গাছ পুরাতন বাজার মাঝিপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদে ওই মাঝির লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। এরপর ঘটনাস্থল থেকে ওই লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা লাশের পরিচয় নিশ্চিত করেছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকাটাইমস/৭জুন/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেই রাত স্মরণে তালা ভেঙে বেরিয়ে এলেন রোকেয়া হলের ছাত্রীরা
রাতে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে মুখর ঢাবি ক্যাম্পাস
চাপাতি ধরে ফোন-মানিব্যাগের সঙ্গে জামা-জুতা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ১
সিরাজগঞ্জে সরকারি অফিস ‘দখল করে’ জামায়াতের কার্যালয়ে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা