পাঁচ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন দপ্তরে সংযুক্ত

প্রশাসনে যুগ্ম সচিব পদমর্যাদার পাঁচ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত করা হয়েছে।
আজ রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ওই পাঁচ বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যে গৌতম পালকে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে সংযুক্ত করা হয়েছে।
এ ছাড়া জাহিদুল ইসলামকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে, মোহাম্মদ আতিকুর রহমানকে রেলপথ মন্ত্রণালয়ে, বিজয় কৃষ্ণ দেবনাথকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে এবং মোহাম্মদ নুরে আলম সিদ্দিকীকে স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত করা হয়।
(ঢাকাটাইমস/০৭ জুন/এএ/মোআ)

মন্তব্য করুন