ঠোঁটের মেদও ঝরাচ্ছেন কারিনা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ১৪ জুন ২০২০, ০৮:৩৮
অ- অ+

বলিউড অভিনেত্রী তথা অভিনেতা সাইফ আলি খানের স্ত্রী কারিনা কাপুর খান নিজের ফিটনেস নিয়ে বরাবরই সতর্ক। ৩৯ বছর বয়সী এই সুন্দরী তার সন্তান তৈমুর জন্মানোর কিছুদিনের মধ্যেই আগের শেপে ফিরে কাজে যোগ দিয়েছিলেন। তিনি এতটাই ফিটনেস ফ্রিক যে, শরীরের কোনো অংশেই মেদ জমতে দিতে নারাজ।

সে জন্যই প্রতিদিন ঠোঁটের ব্যায়ামও করেন সাইফ-পত্মী কারিনা। তাও আবার ১০০ বার! সেই ব্যায়াম হচ্ছে কারিনার প্রিয় পাউট। জিম সেশনের মাঝেই ছোট্ট একটা ব্রেক নিয়ে আয়নার সামনে গিয়ে পাউট করেন নায়িকা। তুলে রাখেন সেলফিও।

সম্প্রতি ইনস্টাগ্রামে পাউট করা সেলফি পোস্ট করে এমন দাবি করেছেন কারিনাই। লিখেছেন, ‘ঠোঁটের ব্যায়ামটাই মনে হয় আমার সবচেয়ে বেশি করা হয়। একদিনে অন্তত ১০০ টা পাউট তো আমি করিই।’

কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, এই লকডাউনের বাজারেও ফিটনেস নিয়ে কোনো খামতি রাখছেন না তিনি। ট্রেনারের সাহায্য না পেলেও একাই যোগাভ্যাস করছেন। সঙ্গে বাড়ির কাজেও হাত লাগাচ্ছেন।

কাজের ক্ষেত্রে কারিনাকে শেষ দেখা গেছে ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে। এটি প্রয়াত অভিনেতা ইরফান খানের শেষ ছবি। গত ২৯ এপ্রিল মারা যান ইরফান। আগামীতে কারিনাকে দেখা যাবে আমির খানের সঙ্গে ‘লাল সিং চাড্ডা’ ও ‘তখত’ ছবিতে।

ঢাকাটাইমস/১৩জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় ৭ জনের মৃত্যুদণ্ড
এখনো বিয়ে করার মতো কাউকে খুঁজে পাননি তমা মির্জা
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের হামলায় ব্যবসায়ী নিহত
চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার রিয়াদের বাসা থেকে আড়াই কোটির চেক উদ্ধার, হচ্ছে নতুন মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা