প্রেশার কুকারে হেরোইন, র্যাবের হাতে ধরা দম্পতি

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় আনা হয় আমভর্তি কার্টুন। সেই আম কুরিয়ার থেকে তোলেন দুজন। কিন্তু গোয়েন্দা তথ্য ছিল, আমের আড়ালে এসেছে হেরোইনের একটি চালান। এজন্য এলিফেন্ট রোডে বসানো হয় তল্লাশি চৌকি। টার্গেট আমসহ দুইজনকে ধরা। তল্লাশির সময় র্যাব সদস্যরা দেখতে পান রিকশায় আমের কার্টুন নিয়ে আসছেন দুজন। থামানো হয় তাদের। আমের কার্টুন খুলতেই ভেতরে মেলে একটি প্রেশার কুকার। আর তার মধ্যেই বিশেষভাবে আনা আধা কেজি হেরোইন উদ্ধার করে এলিট ফোর্সের সদস্যরা। গ্রেপ্তার করা হয় নারীসহ দুইজন মাদককারবারিকে। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী।
গ্রেপ্তাররা হলেন- হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপা। সোমবার সকালে মাদকের এমন একটি চালান উদ্ধার করা হয়।
র্যাব-২ এর কোম্পানি কমান্ডার এসপি মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী ঢাকাটাইমসকে এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, 'চাঁপাইনবাবগঞ্জ থেকে মাদকের যেসব চালান আসত না নিয়ন্ত্রণ করত একটি গ্রুপ। কিন্তু সম্প্রতি তারা বিভক্ত হয়ে গেছে। গ্রেপ্তার হাবিবুর রহমান বাবু ও দিলরুবা দিপা মুন্সিগঞ্জ, ফরিদপুর এবং রাজধানীর মাদক নিয়ন্ত্রণ করে। তারা কোন সহযোগীর মাধ্যমে এসব চালান আনে না। নিজেরাই এগুলো নিয়ন্ত্রণ করে।'
ফারুকী আরও বলেন, আমাদের কাছে তথ্য ছিল আমভর্তি একটি কার্টুনে হেরোইনের চালানটি আসছে। এমন খবরে চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে আধা কেজি হেরোইন জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। প্রতিমাসে ৩-৪ টি চালান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আনত জানিয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, 'গ্রেপ্তার দুইজন শাড়ি-লুঙ্গি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করত। তারা মুন্সিগঞ্জে ভাড়া থাকেন। এছাড়া কুরিয়ারের মাধ্যমে শিশু খাদ্য, মৌসুমি ফল ব্যবসার আড়ালে হেরোইন আনা-নেওয়া করত।'
(ঢাকাটাইমস/১৫জুন/এসএস/এমআর)

মন্তব্য করুন