নড়াইলে দুই ব্যাংক লকডাইন

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৯ জুন ২০২০, ১৮:২২

দুজন ব্যাংক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় নড়াইলের সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখা ও অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুকুল কুমার মৈত্র সাংবাদিকদের জানান, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ব্যাংকের ওই শাখা দুটি বন্ধ থাকবে।

লোহাগড়া উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সোনালী ব্যাংক লক্ষীপাশা শাখার সেকেন্ড অফিসার মুন্সী সেকেন্দার আলীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এছাড়া এই শাখার আরো চার কর্মকর্তার করোনা উপসর্গ দেখা দেয়ায় বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে গত মঙ্গলবার অগ্রণী ব্যাংক লোহাগড়া বাজার শাখার ম্যানেজার হাসান তারেকের করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। এ কারণে বৃহস্পতিবার থেকে দুটি ব্যাংকের কার্যক্রম বন্ধ রয়েছে। এতে কিছুটা হলেও ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা।

(ঢাকাটাইমস/১৯জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :