ধর্মচর্চায় মন দিতে অভিনয় ছাড়ছেন অ্যানি

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২১ জুন ২০২০, ১৫:০৫| আপডেট : ২১ জুন ২০২০, ১৭:১২
অ- অ+

নিজ ধর্ম সম্পর্কে আরও বেশি করে জানা এবং পালনের জন্য এবার অভিনয় ছাড়ার ঘোষণা দিয়েছেন ছোট পর্দার অভিনেত্রী অ্যানি খান। সম্প্রতি নিজের ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন শিশুশিল্পী হিসেবে মিডিয়া জগতে আসা অ্যানি। প্রায় দুই যুগ ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত রয়েছেন।

ফেসবুক লাইভে অ্যানি বলেন, ‘এক বছর আগে থেকেই মনে হচ্ছিল, মিডিয়া থেকে দূরে সরে যাবো। চলতি বছরের জানুয়ারির ২৬ তারিখ থেকে নিজের মধ্যে সিদ্ধান্তটা বেশি করে নাড়া দিতে থাকে। মার্চের ১৯ তারিখ শেষবার শুটিং করেছি। তারপর তো করোনায় সবকিছু বন্ধ হলো। কারও দ্বারা প্রভাবিত হয়ে মিডিয়া ছাড়ার সিদ্ধান্ত নিইনি। এ সিদ্ধান্ত আমার একান্তই ব্যক্তিগত। কারণ মৃত্যুর পর আমার হিসাব আমাকেই দিতে হবে। তাই আত্মোপলব্ধি থেকেই মিডিয়া থেকে সরে যাচ্ছি।’

অভিনেত্রী আরও বলেন, ‘শৈশব থেকেই টিভিতে বিভিন্ন অনুষ্ঠান করতাম। ২০১৫ সাল পর্যন্ত অভিনয়ে অনিয়মিত ছিলাম। তারপর থেকে এ পর্যন্ত টানা নাটকে কাজ করে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। তবে এবার একেবারেই মিডিয়ার কাজ থেকে নিজেকে সরিয়ে নিচ্ছি। সার্বক্ষণিক নামাজ ও অন্যান্য ইবাদতে মগ্ন আছি।’

তিনি বলেন, ‘প্রতিনিয়ত অহরহ মৃত্যুর খবরগুলো যেভাবে শুনছি, আগে সেভাবে শোনা যেত না, শুনলেও নাড়া দিত না। বাবাকে হারালাম, চোখের সামনে কাছের মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে। এগুলোর কারণে ধর্মীয়বোধ জাগ্রত হয়েছে। আমি একজন মুসলিম। এ পরিচয়ে ধর্মীয় বিষয়গুলো যতই জানার চেষ্টা করছি, ততই ধর্ম বিষয়ক জ্ঞান বাড়ছে। এতে করে অনেক কিছুতে বিধিনিষেধ চলে আসছে।’

চলমান করোনাকালে দেখছি, অনেকেরই সময় কাটছে না বা হতাশামূলক কথাবার্তা বলে যাচ্ছে। কিন্তু আমি নিজে কোনো সময়ই পাচ্ছি না। জীবনে সময় এতো স্বল্প অনুভব করছি যে, মনে হচ্ছে দিনরাত ৪৮ ঘণ্টা হলে ভালো হতো। পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করছি, নফল নামাজ পড়ছি, কোরআন হাদিস পড়ছি। অনেক কিছু থেকে পিছিয়ে ছিলাম। সবকিছু আমাকে শিখতে হচ্ছে। এসব জানতে-শিখতে কখন যে সময় চলে যাচ্ছে, নিজেও বুঝতে পারছি না।’

অভিনেত্রী বলেন, ‘দুই মিনিট পরে আমি বাঁচবো কিনা জানি না। মৃত্যুর পরে অনন্ত কালের জন্য আমি কি সঞ্চয় করলাম? এ সবকিছু চিন্তা-ভাবনা মিলিয়ে আমি আর মিডিয়ার কাজে ফিরতে চাইছি না। এজন্য কেউ আমাকে ভণ্ড বলতে পারেন, খারাপ বলতে পারেন। তাতে আমার কিছু যায় আসে না। আমার রিয়ালাইজেশনগুলো কেমন, সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন।’

লাইভে নিজের বিয়ে নিয়েও কথা বলেন অ্যানি। জানান, ‘এই শহরে আমাদের থাকার একটা জায়গা আছে। বেঁচে থাকলে আগামী বছর বিয়ে করে ফেলব। একজন সাধারণ মেয়ে বিয়ের পর যেভাবে সংসার করে, আমিও তাই করতে চাই। আমার ব্যক্তিগত বিষয়গুলো আর সামনে আনছি না।’

এর আগে গেল সপ্তাহে মিডিয়া ছাড়ার ঘোষণা দেন মডেল ও অভিনেত্রী সুজানা জাফর। সফল ক্যারিয়ারের ১৬ বছরে এসে শোবিজ জগতকে বিদায় জানালেন তিনি। মিডিয়ায় বর্তমানে কাজের পরিবেশ না থাকা, নিজের ব্যবসায় প্রতিষ্ঠান পরিচালনা, পাশাপাশি ইসলাম ধর্ম প্রচার ও অসহায় মানুষদের পাশে থেকে কাজ করার লক্ষ্যে সুজানা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। এই অভিনেত্রী বর্তমানে দুবাইয়ে স্বজনদের সঙ্গে রয়েছেন।

ঢাকাটাইমস/২১জুন/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ৬ জনের
ফিলিপাইনে ভয়াবহ বন্যায় নিহত ৬, ঘরহারা হাজারো মানুষ
মাইলস্টোন ট্র্যাজেডির শোক শেষে চাঁদপুর থেকে আবার পদযাত্রা শুরু এনসিপির
উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহত বেড়ে ৩২, তদন্তে ৭ সদস্যের কমিটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা