ডা. রাকিব হত্যার বিচার দাবিতে তাড়াশে মানববন্ধন

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৩ জুন ২০২০, ১৭:৪১ | প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১৭:৩৬

খুলনার রাইসা ক্লিনিকের মালিক, বিএমএর আজীবন সদস্য ও বাগেরহাট ম্যাটসের অধ্যক্ষ ডা. মো. আব্দুর রাকিব খান হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে মানববন্ধন করেছেন সকল চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা।

মঙ্গলবার সকালে তাড়াশ উপজেলা ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামাল মিঞা শোভনের সভাপত্বিতে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

মানববন্ধনে ডা. রকিব হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে আসামিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তা প্রদান, করোনা মহামারিতে রোগী ও চিকিৎসকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধন শেষে ২ মিনিট নীরবতা পালন, নিহত ডা. রকিব খানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন তাড়াশ হাসপাতালের করেন এইচআই আতাহার আলী।

এ সময় উপস্থিত ছিলেন- তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রুমন খান, ডা. নুশরাত, ডা. সায়মা, ডা. আমানুল্লাহসহ সকল কর্মকর্তা ও কর্মচারী।

প্রসঙ্গত, গত ১৫জুন রাতে নিহত রোগীর স্বজনদের হামলায় ডা. আবদুর রকিব মারা যান।

(ঢাকাটাইমস/২৩জুন/এলএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :