আড়াইহাজার প্রেস ক্লাবের সভাপতি মাসুম সম্পাদক মজিব

বিশেষ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ জুন ২০২০, ২০:২২
অ- অ+
মোহাম্মদ মাসুম বিল্লাহ ও মজিবুর রহমান

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা প্রেস ক্লাবের ত্রি-বার্ষিক কাউন্সিল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার প্রেস ক্লাব কার্যালয়ে নির্বাচন সম্পন্ন হয়। এতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার কৃষি বিভাগ, নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল কাদির এবং জাতীয় প্রেস ক্লাবের অন্যতম সদস্য ও ফিনান্সিয়াল এক্সপেসের সিনিয়র রিপোর্টার তালহা বিন হাবিব।

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দৈনিক ইত্তেফাকের আড়াইহাজার প্রতিনিধি ও সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাসুম বিল্লাহ পুনরায় সভাপতি ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের আড়াইহাজার উপজেলা প্রতিনিধি মজিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচিত কমিটির অন্য কর্মকর্তারা হলেন রফিকুল ইসলাম রানা সিনিয়র সহসভাপতি (দৈনিক যায়যায়দিন), ইমাম হাসান সহ-সভাপতি (দৈনিক যুগান্তর), শাহজাহান সিরাজ যুগ্ম সম্পাদক (দৈনিক আমাদের সময়), শাহজাহান কবির সাংগঠনিক সম্পাদক (দৈনিক আমার সংবাদ), হাবিবুর রহমান কোষাধ্যক্ষ (দৈনিক জনতা), জিয়াউর রহমান সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক (দৈনিক শিক্ষাবার্তা), জাইদুল হক দপ্তর সম্পাদক (সাপ্তাহিক আমাদের আড়াইহাজার) শহিদুল ইসলাম সবুজ প্রচার সম্পাদক (দৈনিক ডোনেট বাংলাদেশ)

কার্যকরি সদস্যরা হলেন রশিদ আহমেদ হাজারী ( দৈনিক নয়াদিগন্ত), আলআমিন ভুইয়া (দৈনিক ইনকিলাব) ও মনিরুজ্জামান সরকার (দৈনিক দেশের আলো)।

নির্বাচনে আড়াইহাজার উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৭জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রবাসে থেকেও সাহিত্যচর্চা চালিয়ে যাওয়া সহজ কাজ নয়
সড়ক নিরাপত্তা আইনের বাস্তবতা ও তরুণদের করণীয়
মগবাজারে সিএনজিতে মিলল বিপুল গাঁজা, দুই কারবারি গ্রেপ্তার
ভারতে বাংলাদেশি এক শিশুর ওপর নির্মম যৌন নির্যাতন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা