আশুলিয়ায় আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক, সাভার
  প্রকাশিত : ৩০ জুন ২০২০, ১০:৩৯
অ- অ+

সাভারের আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে টিনশেডের মোটরসাইকেল ওয়ার্কসপের পাঁচটি দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে আশুলিয়ার পলাশবাড়ীতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন মোটরসাইকেল ওয়ার্কসপে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ভোরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দেড় ঘন্টার চেষ্টায় সকাল সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে গ্যারেজের ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

তিনি আরও জানান, প্রধান মোটরসাইকেল নামে পুড়ে যাওয়া একটি ওয়ার্কসপের ভেতরে ইলেকট্রিক যন্ত্রাংশের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে গ্যারেজের ভেতরে রাখা অকটেন জাতীয় জ্বালানির সংস্পর্শে আসলে আগুনের ভয়াবহতা বাড়ে।

ঢাকাটাইমস/৩০জুন/আইআই/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা