প্রধানমন্ত্রীসহ ফ্রান্সের মন্ত্রিসভার পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৭:০৫

ফ্রান্সের প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সব সদস্য পদত্যাগ করেছেন। শুক্রবার তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরোঁ তা গ্রহণ করেছেন। দেশটির প্রেসিডেন্টের বাসভবন এলিসি প্রালেস এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তবে সংক্ষিপ্ত বিবৃতিতে তাদের পদত্যাগের কারণ জানানো হয়নি। খবর বিবিসির।

এলিসি প্রাসাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এদুয়ার্দ ফিলিপ্পে আজ সরকার প্রধান হিসেবে পদত্যাগপত্র জমা দিয়েছেন আর প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন। নতুন সরকার নিয়োগের আগ পর্যন্ত তিনি সরকারের অন্য সদস্যদের নিয়ে বর্তমান পরিস্থিতি মোকাবিলা অব্যাহত রাখবেন।’

ধারণা করা হচ্ছে যে, ইমানুয়েল ম্যাকরোঁর আর মাত্র দুই বছর ক্ষমতা রয়েছে। শেষ সময়ে এসে তিনি নতুন করে শাসনব্যবস্থা ঢেলে সাজাতে চাচ্ছেন। তার জের ধরেই সম্পূর্ণ মন্ত্রিসভার রদবদল করবেন তিনি।

প্রেসিডেন্টের তরফে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নাম শিগগিরই ঘোষণা করা হবে। এছাড়া নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত বর্তমান মন্ত্রিসভা কাজ চালিয়ে যাবে।

ফ্রান্সে নতুন সরকার গঠনের সময় প্রধানমন্ত্রীকে পদত্যাগপত্র জমা দিতে হয়। এরপর কেবিনেট নতুন মন্ত্রিসভা গঠন করে। ফিলিপকে আবার নতুন সরকার গঠন করতে বলা হবে কিনা তা স্পষ্ট নয়।

ফ্রান্সের প্রেসিডেন্টের কাছে পাঁচ বছরের মেয়াদে সরকার ঢেলে সাজানো কিংবা অন্তত একবার প্রধানমন্ত্রী বদলানো নতুন নয়। ইমানুয়েল ম্যাখোঁর সরকারের হয়ে মাত্র তিন বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করলেন ফিলিপে।

ঢাকা টাইমস/০৩জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইসরায়েলের বিরুদ্ধে এখনই প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা নেই: ইরানি কর্মকর্তা

ইরান-ইসরায়েল উত্তেজনায় বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম

ফিলিস্তিনকে পূর্ণ সদস্য পদ দেওয়ার প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো

ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিয়েছিলো ইসরায়েল: মার্কিন কর্মকর্তা

পাকিস্তানের জাপানি নাগরিকদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতি বোমা হামলা, হতাহত ৫

ইরানে প্রধান বিমানবন্দরে পুনরায় ফ্লাইট চালু

৩টি ইসরায়েলি ড্রোন ধ্বংস করল ইরান

ইরানে ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের

ভারতে লোকসভার ভোট শুরু

দুবাই বিমানবন্দরে জলাবদ্ধতায় চরম বিশৃঙ্খলা, যাত্রীদের দুর্বিষহ অবস্থা

এই বিভাগের সব খবর

শিরোনাম :