সিলেটে করোনা আক্রান্ত নার্সের মৃত্যু

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ১৬:৩০
অ- অ+

সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতালে কভিড-১৯ ইউনিটে কর্মরত এক সিনিয়র স্টাফ নার্স করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। সোমবার সকাল সাড়ে ৮টায় শামসুদ্দিন হাসপাতালের আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসাপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক নেহারী রাণী দাস।

নিহত নাসিমা পারভীন (৩৮) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা গ্রামের জিন্নাত আলী মজুমদারের স্ত্রী।

নেহারী রাণী দাস জানান, সিলেটের করোনা ডেডিকেটেড হাসপাতালে রোগীদের সেবা দিতে গিয়ে সিনিয়র স্টাফ নার্স নাসিমা পারভীন করোনাভাইরাসে আক্রান্ত হন।

গত ২ জুলাই তিনি শামসুদ্দিন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। পরদিন তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বেলা সাড়ে ১১টায় নগরীর মানিকপীর কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

এদিকে নাসিমা পারভীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খুলনায় যৌথ অভিযানে অস্ত্র, গুলি ও ইয়াবাসহ আটক ১
বিএনপির বিরুদ্ধে চিহ্নিত গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে: ড্যাব
প্রথম ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন হচ্ছে সোমবার
জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে : মির্জা ফখরুল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা