নীলফামারীতে ব্রিজের নীচে নারীর লাশ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২৩:২৯
অ- অ+

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলি ব্রিজের কাছ থেকে সোমবার দুপুরে এক সন্তানের মা শ্যামলীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আশিকুরকে পুলিশ আটক করেছে।

সোমবার বেলা ১১টার দিকে বেলতলী ব্রিজের কাছে একটি নারীর লাশ দেখে গ্রামবাসী থানায় খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

থানা সূত্র জানায়, নিতাই ইউনিয়নের মৌলভীরহাট গ্রামের আশফাদুলের মেয়ে শ্যামলীর সঙ্গে মুশরুত বালাপাড়া গ্রামের কাল্টুর ছেলে আশিকুর রহমানের পাঁচ-ছয় বছর আগে বিয়ে হয়। ওই দম্পত্তির দুই বছর ছয় মাস বয়সের একটি মেয়ে সন্তান রয়েছে।

ওসি এম হারুন অর রশিদ ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারনা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আশিকুরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নীলফামারী মর্গে লাশ পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা