রাজশাহীতে কীটনাশক পানে নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১০ জুলাই ২০২০, ২৩:১২
অ- অ+

রাজশাহীতে কীটনাশক পানের পর এক নারী পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। তার নাম মিতা খাতুন (২২)। তিনি রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। মিতা রাজশাহীর পবা উপজেলার কেচুয়াতৈল গ্রামের মনসুর আলীর মেয়ে।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। মিতার স্বামী শরিফুল ইসলামও পুলিশ কনস্টেবল। তিনিও রাজশাহীর এয়ারপোর্ট থানায় কর্মরত। তার গ্রামের বাড়ি বগুড়া।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মিতা হৃদরোগ এবং কিডনির মতো জটিল রোগেও ভুগছিলেন। তবে কীটনাশক পানের বিষয়ে তারা কোন কথা বলতে চাননি।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, গত ৩০ জুন মিতা বাড়িতে কীটনাশক পান করেন। তখন তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে ছিলেন। কী কারণে তিনি কীটনাশক পান করেছিলেন- তা জানা নেই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে খবর পেয়েছি।

ওসি জানান, হাসপাতালে মিতার মৃত্যু হওয়ায় নগরীর রাজপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।

(ঢাকাটাইমস/১০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ 
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ: চিকিৎসাধীন শিশুর মৃত্যু, চারজনের অবস্থা আশঙ্কাজনক
টাইব্রেকারে সাফ ফাইনালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের, চ্যাম্পিয়ন ভারত
পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ১২ পুলিশ কর্মকর্তা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা