বরিশালের রাস্তার পাশে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২০, ২০:১৮
অ- অ+

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ইমরান (২৫) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের আতাকাঠি ৮ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জয়নাল হাওলাদারের বাড়ির পূর্বপাশের রাস্তার পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত ইমরান ওই এলাকার বাবুল হাওলাদারের ছেলে। পরিবারের দাবি, ইমরানকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, রাতে মানসিক ভারসাম্যহীন ইমরানকে তার মা খেতে ডাক দেয়। তখন তিনি রাগ করে একটি গামছা পড়ে বের হয়ে যায়। রবিবার সকালে ওই রাস্তার পাশ থেকে তার বস্ত্রহীন লাশ উদ্ধার করা হয়েছে। তার পরনের গামছার একটি অংশ রাস্তার পাশের একটি আম গাছে ছিল। বাকি অংশ গলায় পেঁচানো ছিল।

ওসি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ওই যুবক। এ ব্যাপারে নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ঢাকাটাইমস/১২জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা