বাগেরহাটে ময়ূর-২ লঞ্চের সুকানি গ্রেপ্তার

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২০, ২২:০৫
অ- অ+

বাগেরহাট থেকে ময়ূর-২ লঞ্চের সুকানি নাসির মৃধাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ভোরে বাগেরহাট বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ লঞ্চে অভিযান চালিয়ে র‌্যাব-৮ সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। তাকে কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

গ্রেপ্তার নাসির মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, গ্রেপ্তার নাসির ঢাকার সদর ঘাট এলাকায় লঞ্চডুবির ঘটনায় জড়িত এমভি ময়ূর-২ লঞ্চের চালকের সহকারী (সুকানি)। ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিংবার্ড লঞ্চ ডুবে ৩২ জনের সলিল সমাধি হয়। এ ঘটনায় কেরানীগঞ্জ থানায় মামলা হওয়ার পর ছায়া তদন্ত শুরু করে র‌্যাব। তদন্তের এক পর্যায়ে র‌্যাব জানতে পারে, মামলার আসামি নাসির মংলা ও বাগেরহাট এলাকায় আত্মগোপনে রয়েছেন। তার অবস্থান নিশ্চিত হয়ে বাগেরহাট বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ লঞ্চে অভিযান চালানো হয়। সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাসির স্বীকার করেন, তিনি এমভি ময়ূর-২ লঞ্চে সুকানি হিসেবে নিয়োজিত ছিলেন এবং দুর্ঘটনার পর থেকে তিনি বিভিন্ন জায়গায় পলাতক ছিলেন। ঢাকাটাইমস/১৫জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জে হামলার ঘটনা নিয়ে ফেসবুকে ট্রল, দিনাজপুরের এএসপি প্রত্যাহার
‘গোপালগঞ্জে ইন্টারনেট বন্ধ করা হয়নি’
“চাঁদাবাজ যতই প্রভাবশালী হোক, পার পাবে না”
গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা