জামালপুরে বন্যা পরিস্থিতির অবনতি, পাঁচ লাখ মানুষ পানিবন্দি

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ১৯:২৬

জামালপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনা নদীর পানি বাহাদুরাবাদঘাট পয়েন্টে বিপদসীমার ১২৯ মেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি পৌরসভার আবাসিক এলাকাসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার সাত উপজেলার প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ দুই ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রশাসনিক কার্যক্রম অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে দেওয়ানগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজের একদিন পর সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হীরুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

জেলার ৫০টি ইউনিয়ন ও আটটি পৌর এলাকার বন্যাকবলিত হাজারও দিনমজুর ও নিম্নআয়ের মানুষরা বিভিন্ন স্কুল, বাঁধ ও ব্রিজে আশ্রয় নিয়েছে।

এদিকে পানিবন্দি মানুষের অভিযোগ, তারা খাদ্য, বিশুদ্ধ খাবার পানি ও গো-খাদ্যের সংকটে থাকলেও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পায়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে বলে জানানো হলেও স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, প্রশাসনের পক্ষ থেকে চাহিদার তুলনায় স্বল্প পরিমাণ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

ঢাকাটাইমস/১৬জুলাই/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :