বেনাপোলে রাজস্ব ফাঁকির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা নতুন কমিশনারের

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১৬ জুলাই ২০২০, ২৩:৫৬

বেনাপোল কাস্টমস হাউসের নবনিযুক্ত কমিশনার আজিজুর রহমান দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যকে আরো গতিশীল করতে বৃহস্পতিবার দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট কাস্টমস, কার্গো শাখা ও বন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করেন।

রেলওয়ের মাধ্যম অমদানি করা পণ্য দ্রুত খালাশ ও আন্তর্জাতিক চেকপোস্টকে আরো আধুনিকায়ন করার নির্দেশনা দেন তিনি। পরিদর্শনকালে কমিশনারের সঙ্গে ছিলেন কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম, বেনাপোল সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন ও বন্দরের ডাইরেক্টর মামুন কবীর তরফদার।

বন্দর পরিদর্শন শেষে তিনি অফিসারদের বলেন, রাজস্ব ফাঁকি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো আপোষ নেই। এ ব্যপারে তিনি সব স্টেক হোল্ডারের সহযোগিতা কামনা করেন।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :