করোনার প্রভাবে কিশোরগঞ্জের পত্রিকা হকার-এজেন্টদের দুর্দিন চলছে

আামনুল হক সাদী, কিশোরগঞ্জ
  প্রকাশিত : ২১ জুলাই ২০২০, ১৩:২১| আপডেট : ২১ জুলাই ২০২০, ১৪:০৬
অ- অ+

কিশোরগঞ্জে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া পত্রিকা হকার-এজেন্টদের চরম দুর্দিন চলছে। আগের মতো করে পত্রিকা বিক্রি না হওয়ায় অর্থের যোগান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। তাই পত্রিকার এজেন্টরাও এখন অন্য পেশায় ধাবিত হচ্ছেন।

কিশোরগঞ্জ জামিয়া বিল্ডিংয়ে অবস্থিত পত্রিকা ঘরের স্বত্বাধিকারী সাদেক মুকুল বলেন, ‘আমি গত ৩০ বছর যাবৎ পত্রিকার এজেন্সি পরিচালনা করে আসছি। করোনাকালে আমার ব্যবসায় ব্যাপক ক্ষতি হয়েছে। করোনা সংক্রমণের ভয়ে অধিকাংশ গ্রাহক পত্রিকা কেনা বন্ধ করে দিয়েছে। বকেয়া বিল পড়ে আছে, আদায় হচ্ছে না। এতে হকাররাও খুবই অসহায় হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘পত্রিকা ব্যবসা সীমিত করে এখন আমার ঘরে কাপড়ের ব্যবসা দিয়েছি।’

এদিকে পত্রিকার হকার ইব্রাহীম, সাত্তার, নাঈম, নজরুল বলেন, ‘কিশোরগঞ্জে আমরা অনেক হকার কাজ করি। করোনার ভয়ে মানুষ আর পত্রিকা কিনছে না। যেখানে ১০০টি পত্রিকা বিক্রি করতাম সেখানে ৫০টিও বিক্রি করতে পারছি না। তাই আয়-রোজগার না হওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি।’

(ঢাকাটাইমস/২১জুলাই/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন পণ্যে শুল্কছাড় নিয়ে ট্রাম্পের দাবি নাকচ করল ভারত
৪৬ কোটি টাকার উদ্ধারকৃত মাদক ধ্বংস করল কোস্টগার্ড
পাবনায় গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু
কক্সবাজারে উড্ডয়নের সময় চাকা খুলে পড়া বিমানটি নিরাপদে অবতরণ করল শাহজালালে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা