মার্কিন কনস্যুলেট বন্ধ করলো চীন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
| আপডেট : ২৭ জুলাই ২০২০, ১১:৩৫ | প্রকাশিত : ২৭ জুলাই ২০২০, ১০:৪৫

গত সপ্তাহে হিউস্টনে চীনের কনস্যুলেট বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র। এবার তার জবাব দিল চীন। দক্ষিণ-পশ্চিম চীনের চেংদুতে মার্কিন কনস্যুলেট বন্ধ করে দিয়ে সেখানকার কর্মীদের সরিয়ে দিয়েছে চীন। কনস্যুলেটের পতাকাও নামিয়ে ফেলা হয়েছে। খবর এএফপির।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে কনস্যুলেটের বাইরে লরি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কনস্যুলেটের কর্মীরা তাতে আবর্জনা ভর্তি বাক্স তুলে দেন। এরপর একটি বাসে করে তারাও চলে যান। গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছিল।

বিশেষজ্ঞদের বক্তব্য, চেংদুর মার্কিন কনস্যুলেট একটি গুরুত্বপূর্ণ দফতর ছিল। তিব্বতের সঙ্গে যোগাযোগ রাখতো এই কনস্যুলেট। পাশাপাশি গোটা দক্ষিণ-পশ্চিম চীনের সঙ্গে সংযোগরক্ষাকারী দফতর ছিল এই কনস্যুলেটটি। এরপর চীনে আর মাত্র চারটি মার্কিন কনস্যুলেট বাকি রইলো। এছাড়া বেইজিংয়ে রয়েছে মার্কিন দূতাবাস।

গত সপ্তাহেই হিউস্টনে ঠিক এই একই কায়দায় চীনের কনস্যুলেট বন্ধ করেছিল ট্রাম্প প্রশাসন। মার্কিন সচিব মাইক পম্পেও অভিযোগ করেছিলেন, কনস্যুলেটে বসে যুক্তরাষ্ট্র থেকে তথ্য চুরি করছে চীন। সে কারণেই তাদের ওই কনস্যুলেট বন্ধ করে দিতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।

বেইজিং এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছিল। বলা হয়েছিল, গোটা বিশ্বের কাছে চীনের বিরুদ্ধে কুৎসা করছে যুক্তরাষ্ট্র। চীন এর জবাব দেবে।

ঢাকা টাইমস/২৭জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বহিষ্কার করছে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়

যুদ্ধবিরতি চুক্তি না হলে ৭২ ঘণ্টার মধ্যে রাফাহতে আক্রমণ চালাবে ইসরায়েল

গাদ্দার বলেছিলেন মমতা, দেরিতে হলেও পাল্টা দিলেন মিঠুন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নতিতে বড় সুবিধাভোগী উত্তর-পূর্ব ভারত: জয়শঙ্কর

ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে ইইউর দেশগুলো 

ইসরায়েলি সেনাবাহিনীর ৫ ইউনিট মানবাধিকার লঙ্ঘন করেছে: যুক্তরাষ্ট্র

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবিতে ৫১ অভিবাসী নিখোঁজ

প্রিন্টার, জৈব কালি দিয়ে তৈরি হচ্ছে কৃত্রিম ‘রক্তনালি’!

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ পুলিশ কর্মকর্তা নিহত

পেরুতে পাহাড়ি রাস্তা থেকে বাস খাদে পড়ে নিহত ২৫

এই বিভাগের সব খবর

শিরোনাম :