সাতক্ষীরায় গোয়ালঘর নির্মাণে বাধা, বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

সাতক্ষীরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২০, ২২:৪১
অ- অ+

গোয়ালঘর নির্মাণ নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার করেছে তার প্রতিপক্ষরা। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম আমেনা বেগম (৭২)। তিনি কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর গ্রামের ইসমাইল গাজীর স্ত্রী।

পুলিশ জানায়, কৃষ্ণনগর গ্রামের আমেনা বেগমের তিন ছেলে রহিম বক্স, মনোয়র হোসেন ও আব্দুর রউফ বৃহস্পতিবার বিকালে তাদের সীমানায় একটি গোয়ালঘর নির্মাণ করছিল। ঘরের চালের পানি প্রতিবেশী মোসলেম গাজী ও এশার আলীর জমিতে পড়বে এমন অভিযোগে তারা গোয়ালঘর নির্মাণে বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে মোসলেম ও এশার আলীসহ তাদের পরিবারের সদস্যরা আমেনা বেগমের তিন ছেলের উপর হামলা করে। বিরোধ থামাতে গেলে আমেনা বেগমের উপর কয়েকটা লাঠির আঘাত লাগে। এতে তিনি মারাত্মক আহত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে বিকাল ৫টার দিকে তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হুসেন বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতলের মর্গে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা