বগুড়ায় এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২০, ০০:২১
অ- অ+

বগুড়ায় এতিম শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। বঙ্গবন্ধুর দৌহিত্র, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়।

যুবলীগ কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের আহ্বানে এতিম শিশু শিক্ষার্থীদের মাঝে পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন।

বগুড়া সরকারি শিশু পরিবারের উপ তত্ত্বাবধায়ক রিপা মোনালিসার সভাপতিত্বে ঈদের পোশাক বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ছাড়াও বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জে এম রউফ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অসীম কুমার রায়, বগুড়া প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক ইলিয়াস হোসেন, যুবলীগ নেতা উদয় কুমার বর্মণ, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

মঞ্জুরুল আলম মোহন বলেন, আসন্ন ঈদুল আজহা যেন ধনী-গরীবের বৈষম্য দূর করে সেটিই এই সরকারের কামনা। প্রতিটি মানুষ খেয়ে পড়ে বাঁচার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকার প্রধান শেখ হাসিনাকে সার্বক্ষণিক উন্নয়ন কর্মকান্ড সহযোগিতা করছেন তার যোগ্য সন্তান, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তার জন্মদিন উপলক্ষে এতিম শিশুদের মুখে হাসি ফোটানোর এই চেষ্টা।

তিনি বলেন, সকলে মিলে আমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে চাই। সরকারি শিশু পরিবারের ১৩৮জন শিশু শিক্ষার্থীর হাতে ঈদের নতুন পোশাক ও বঙ্গবন্ধুর জীবনীগ্রন্থ বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৩১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গভীর নিম্নচাপে প্লাবিত উপকূল, ১৬ জেলায় জলোচ্ছ্বাস ও ভারী বর্ষণের শঙ্কা
আসিয়ানের যুদ্ধবিরতির উদ্যোগে থাইল্যান্ডের অনীহা, হতাহত বাড়ছে সীমান্তে
দগ্ধদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক: বার্ন ইনস্টিটিউট
মেঘনার পানি বিপৎসীমার ওপরে, উপকূলীয় অঞ্চল প্লাবিত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা