করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে অমিত শাহ

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ আগস্ট ২০২০, ১৮:১১| আপডেট : ০২ আগস্ট ২০২০, ১৮:২৪
অ- অ+

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ট প্রভাবশালী এই বিজেপি নেতা রবিবার বিকালে এক টুইটে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কোভিড-১৯ এর প্রাথমিক উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করার পর অমিত শাহের করোনা পজিটিভ এসেছে।

টুইটে অমিত শাহ লিখেছেন, ‘প্রাথমিক উপসর্গ থাকায় করোনা পরীক্ষা করিয়েছিলাম। রিপোর্ট পজিটিভ এসেছে। শারীরিক অবস্থা ভাল আছে। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালে ভর্তি হয়েছি।’

ভারতীয় রাজনীতিতে গত কয়েক বছর ধরে খুব গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন অমিত শাহ। দেশটির হিন্দুত্ববাদী রাজনীতিকে তিনি অন্য মাত্রা দিয়েছেন। করোনা মহামারীর সময়েও তাকে বেশ সক্রিয় দেখা গেছে।

এদিকে অমিত শাহ করোনা আক্রান্ত হওয়ার পর গত কয়েক দিনে তিনি যাদের সঙ্গে মিশেছেন তাদের সবাইকে আইসোলেশনে থাকতে অনুরোধ জানিয়েছেন। তবে তিনি মোদির সংস্পর্শে এসেছেন কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/০২আগস্ট/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উপদেষ্টা আসিফের অনুসারীদের হামলায় আহত যুবদল নেতাকে দেখতে হাসপাতালে বিএনপি নেতা কায়কোবাদ
৫২ নির্বাচন কর্মকর্তাকে বদলি
ছাত্রদল নেতা গ্রেপ্তারে মায়ের মৃত্যু, নানান নাটকীয়তার পর প্যারোলে মুক্তি
দেশের জনগণ পিআর পদ্ধতি বোঝে না: টুকু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা